
রপ্তানী উন্নয়ন ব্যুরোর উপপরিচালক বেগম নাজমুন নাহার মানুকে ওএসডি করা হয়েছে। বৃহস্পতিবার জনপ্রশাসন মন্ত্রণালয় থেকে এ সংক্রান্ত একটি প্রজ্ঞাপন জারি করা হয়েছে।
কক্সবাজার জেলা প্রশাসকের কার্যালয়ের সিনিয়র সহকারী কমিশনার এ. বি. এম. এহসানুল মামুনকে উপজেলা নির্বাহী অফিসার হিসেবে পদায়ানের লক্ষ্যে ময়মনসিংহ বিভাগীয় কার্যালয়ে, ঢাকা জেলা প্রশাসকের কার্যালয়ের সিনিয়র সহকারী কমিশনার মু. মুশফিকুর রহমানকে উপজেলা নির্বাহী অফিসার হিসেবে পদায়ানের লক্ষ্যে ঢাকা বিভাগীয় কার্যালয়ে,
পটুয়াখালী জেলার মির্জাগঞ্জের উপজেলা নির্বাহী অফিসার সাইয়েদ এ জেড মোরশেদকে উপজেলা নির্বাহী অফিসার হিসেবে ময়মনসিংহ বিভাগীয় কমিশনারের কার্যালয়ে, শিক্ষা মন্ত্রণালয়ের সিনিয়র সহকারী সচিব মো. এরফানুল হককে ইটালিতে বাংলাদেশ দূতাবাস রোমের শ্রম উইংয়ের প্রথম সচিব, গোপালগঞ্জের কোটালীপাড়ার সহকারী কমিশনার (ভুমি) মো. সফিকুল ইসলামকে সৌদি আরব বাংলাদেশ দূতাবাস রিয়াদের শ্রম উইংয়ের দ্বিতীয় (শ্রম) সচিব, মৌলভীবাজার জেলা প্রশাসকের কার্যালয়ের সহকারী কমিশনার কে এম সালাউদ্দিনকে সৌদি আরব জেদ্দা বাংলাদেশ কনস্যুলেটর জেনারেলের শ্রম উইংয়ের দ্বিতীয় সচিব করা হয়।